বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই। বয়সের ভারে হাত-পা অচল হয়ে গেছে বহু আগেই। কপালে পড়েছে বলীরেখার ভাঁজ। এ অবস্থায় দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে পড়েছিল রাউজানের বাসিন্দা আব্দুর রহমান। সেখানে মানসিক ভারসাম্যহীন এ বৃদ্ধের দেখাশোনা করতেন ওই রেল স্টেশনের আরেক পাগল। দু’জনে মিলে একসাথে খাবারও খেতেন। কিন্তু শুক্রবার সকালে খাবার খেতে আর উঠেননি আব্দুর রহমান।
শুক্রবার (২ জুলাই) সকাল ১১টার দিকে ষোলশহর রেলস্টেশন থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেলস্টেশন মাস্টার ফখরুল ইসলাম বলেন, ‘সকালের দিকে রেলস্টেশনের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ষোলশহর রেলস্টেশনেই দেখা যেত তাকে। কখনও ভিক্ষা করতেন। কখনও পড়ে থাকতেন স্টেশনের প্লাটফরমে।’
পুলিশ জানায়, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে স্টেশনে থাকতো। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন। তার দেখাশোনা করতেন স্টেশনের আরেক পাগল। দু’জনে মিলে একসাথে খাবারও খেতেন। কিন্তু শুক্রবার সকালে খাবার খেতে উঠেননি আব্দুর রহমান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ষোলশহর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. নাজমুল হক বলেন, ‘আমরা সকালে রেলস্টেশন থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করেছি। পরে জানতে পেরেছি তার বাড়ি রাউজান। পরিবারের খোঁজও মিলেছে। বর্তমানে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’