রাজধানীর পল্লবী থানায় নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান। খলিলুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। পল্লবী থানায় দায়ের করা জিডিতে খলিলুর রহমান উল্লেখ করেছেন, প্রায় এক বছর আগে তিনি পল্লবীর ১১/ই এভিনিউয়ের বাসিন্দা মেসের আলীর কাছ থেকে লালমাটিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ১৫৭ নম্বর বাড়ি ও বাড়ি সংলগ্ন দোকান দুকোটি টাকা দরদামে ক্রয়ের চুক্তিতে ৫০ লাখ টাকা রেজিস্ট্রি বায়নামূলে বাড়িতে বসবাস শুরু করেন।
কিন্তু বায়নার টাকা নেওয়ার পর থেকে মেসের আলী জমি দলিল করে দিতে টালবাহানা শুরু করে। দলিল করে দেওয়ার জন্য ভুক্তভোগী খলিলুর রহমান মেসের আলীকে উকিল নোটিশও পাঠায়। জমি দলিল করে না দিয়ে সম্প্রতি মেসের আলী স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী জাকির বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে জমি লিখে দেওয়ার বদলে বরং উল্টো খলিলুর রহমানের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছে।
জাকির বাহিনীর লোকেরা প্রতিনিয়ত খলিলুর রহমানও পরিবারের লোকদেরকে জীবননাশের হুমকি দিচ্ছে।