সামাজিক ট্যাবু ভেঙে কর্মক্ষেত্রে ডাইভারসিটি বা বৈচিত্র্যতার পাশাপাশি জেন্ডার বৈষম্য দূর করার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ব্যাংক। মূলধারার এক চাকরির বিজ্ঞপ্তিতে তৃতীয় লিঙ্গ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা চাকরির আবেদন করার ক্ষেত্রে সমানভাবে যোগ্য হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছে ব্যাংকটি।
গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সমপ্রতি সদ্য গ্র্যাজুয়েটদের জন্য ‘ইয়ং লিডার্স প্রোগ্রাম’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। শক্তিশালী এবং মেধাবী কর্মশক্তি তৈরিতে ব্যাংকিং বিনিয়োগের অংশ হিসেবে চালু করা হয়েছে এই একবছর মেয়াদি প্রোগ্রাম। আর এতে নারী, পুরুষ তৃতীয় লিঙ্গ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সবাইকেই আবেদন করার জন্য উৎসাহিত করেছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের হেড অব এইচআর আক্তারউদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা চাই আমাদের ইয়ং, তাদের নতুন চিন্তাভাবনা দিয়ে ব্যাংকে চেঞ্জ মেকারের ভূমিকা পালন করবেন।’