ফটিকছড়ির মেয়ে শাহানা হানিফ মুনমুন আমেরিকার নিউইয়র্ক সিটির ব্রæকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এ মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি নিউইয়র্কে মহিলা কাউন্সিলর নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশী। গত ২২ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১০ হাজার ৪ শত ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বার্ডন ওয়েস্ট পেয়েছেন ৭ হাজার ২ শত ৩৫ ভোট। শাহানা হানিফ মুনমুন নাজিরহাট পৌরসভার মনসুর গোমাস্তা বাড়ির নিউইয়র্ক প্রবাসী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফের কন্যা। মোহাম্মদ হানিফ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্ঠামÐলীর সদস্য।
সম্পৃক্ত খবর
নানির গর্ভে জন্ম হবে নাতনির!
(Last Updated On: ) সন্তানের মুখে হাসি ফোটাতে কত অসাধ্য সাধন করেন মায়েরা। তেমনই একজন মা চ্যালিস স্মিথ। ৫০ বছর বয়সী চ্যালিস আট সন্তানের জননী। তার মেয়ে কেটলিন আক্রান্ত হয়েছেন জটিল রোগে। চিকিৎসকরা জানিয়েছেন, কোনোভাবেই সন্তানধারণ করতে পারবেন না কেটলিন। এ কথা শুনে স্বাভাবিকভাবেই স্থির থাকতে পারেননি তার মা। মেয়ের স্বপ্ন পূরণ করতে এক মুহূর্ত […]
৭০ গুণ দ্রুত ছড়িয়ে পড়ে ওমিক্রন : গবেষণা
(Last Updated On: ) করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ভাইরাসের নতুন এই ধরনটি ঠিক কতটা ভয়ঙ্কর সেটি জানতে সারা বিশ্বেই পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা দেখা গেছে, ডেল্টা বা মূল করোনাভাইরাসের তুলনায় ৭০ গুণ বেশি দ্রুতগতিতে মানুষকে সংক্রমিত করতে পারে ওমিক্রন।ইউনিভার্সিটি অব হংকংয়ের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে এক […]
১০ লাখ কর্মী নেবে মালয়েশিয়া
(Last Updated On: ) করোনাভাইরাস মহামারিপরবর্তী মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে আরও ১০ লাখ বিদেশি কর্মী প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সির প্রেসিডেন্ট ফু ইয়ং হুই। গতকাল মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইলে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়। ফু ইয়ং হুই বলেন, বিদেশি শ্রমিকদের চাহিদা বেশ কয়েকটি খাতে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্মাণ, কৃষি, সার্ভিস […]