বিনোদন

দ্বিতীয় বিয়ের গুঞ্জন, প্রথম স্বামীর অভিনন্দন!

(Last Updated On: )

পাঁচ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন প্রায় ১ মাস হতে চলল। এরই মাঝে গতকাল রোববার থেকে নায়িকার নতুন করে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। 

জানা গেছে, গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে মাহি বিয়ে করেছেন। এ নিয়ে সিনেমাপাড়ায়ও চলছে নানা আলোচনা।

এদিকে মাহির বিয়ের গুঞ্জন পৌঁছে গেছে মাহির সাবেক স্বামী অপুর কানেও। সাবেক স্ত্রীর বিয়ের খবর শুনে তিনি গণমাধ্যমকে বলেছেন, গতকাল থেকে প্রচুর মানুষ আমাকে ফোন দিচ্ছে। সবাই এ কথাটাই বলছে। আমার আসলে বিষয়টি জানারও দরকার নাই। 

তবে সত্যি সত্যি যদি মাহি বিয়ে করে থাকে আমার তরফ থেকে বড় করে একটা কনগ্র্যাচুলেশন জানিয়ে দেবেন। বলবেন, নব দম্পতিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা!

তবে বিয়ের বিষয়টি অস্বীকার করে মাহি বলেন, আমি বিয়ে করিনি, বিয়ের খবরটি একেবারে ভুয়া। তবে সে (রাকিব সরকার) আমার অনেক অনেক ভালো বন্ধু। 

এদিকে গতকাল রোববার (২০ জুন) সাবেক স্বামী অপুর সঙ্গে একটি ছবি পোস্ট করেন মাহি। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমি তো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না। সঙ্গে জুড়ে দেন একটি দুঃখসূচক ইমোজি।

প্রসঙ্গত,  ২০১৬ সালের ২৫ মে সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিয়ে হয় মাহিয়া মাহির। পাঁচ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর কিছুদিন আগে একা থাকার সিদ্ধান্ত নেন ঢালিউডের জনপ্রিয় এ নায়িকা।