চট্টগ্রাম

বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে ছাত্রলীগের আনন্দ মিছিল

(Last Updated On: )

বাস্তবসম্মত, ব্যবসাবান্ধব ও সময়োপযোগী প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকাকে প্রাধান্য দেওয়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী শুক্রবার (৪ মে) বিকেলে নগরের মুরাদপুরে আনন্দ মিছিল বের করা হয়।মিছিলটি পাঁচলাইশ থানা মোড় ঘুরে আবার মুরাদপুরে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন পারভেজ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা শাহাজাদা চৌধুরী, ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা নোমান চৌধুরী রাকিন, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ইমামুল হক সায়েম, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিশান চৌধুরী, অমিত চক্রবর্তী, মোহাম্মদ আলামিন পাঁচলাইশ থানা এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীরা।