প্রধান পাতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২১: বোয়ালখালী পৌরসভা চ্যাম্পিয়ন

(Last Updated On: )

বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ অনুর্ধ ১৭ বালক ফাইনাল খেলায়  বোয়ালখালী পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।

আজ (৩১ মে ) সোমবার বিকেলে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ‍্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  খেলায় আমুচিয়া ইউনিয়ন একাদশকে  ২ -০ গোলের ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় বারের মত বিজয়ী হয়েছেন বোয়ালখালী পৌরসভা একাদশ।

খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার । ক্রীড়া সংগঠক হারুন রশীদ বাবলুর সংঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম,  বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এস এম সেলিম,  পৌরসভার মেয়র হাজি আবুল কালাম আবু, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক  শেখ শহীদুল আলম, শাহজাদা এস এম মিজানুর রহমান, ইসমাইল হোসেন আবু,  চেয়ারম্যান কাজল দে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহকারি সাগর, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ ফারুকুল ইসলাম , বোয়লখালী একাদশ ক্লাবের সভাপতি আবুল হাশেম মতি, সাইফুদ্দিন চৌধুরী, কামরুল হাসান ,জাতীয় খেলোয়াড় তৌহিদুল ইসলাম।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।