পশ্চিমবঙ্গে ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে দীঘা ও সুন্দরবন উন্নয়নের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় ‘ইয়াস’ সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে এ তথ্য জানিয়েছেন তিনি।
নরেন্দ্র মোদি শুক্রবার ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সফর করেন। এ সময় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে ইয়াস দুর্যোগ পরবর্তী অবস্থা খতিয়ে দেখেন এবং পর্যালোচনা বৈঠক করেন।
নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, ‘কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বোন ও ভাইদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে, তার জন্য সম্ভাব্য সব রকমের সহায়তা দেওয়া হবে। আমি সকলের মঙ্গল কামনা করছি।’
এ সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজ্যের ক্ষয়ক্ষতি সম্পর্কিত রিপোর্ট তুলে দেন এবং রাজ্যের জন্য আর্থিক প্যাকজে দেওয়ার দাবি জানান। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীকে (নরেন্দ্র মোদি) দুটো প্রকল্প আমরা দিয়েছি। একটা হল দীঘা উন্নয়নের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ, আরেকটা হল সুন্দরবন উন্নয়ন করার জন্য ১০ হাজার কোটি টাকা অর্থাৎ ২০ হাজার কোটি টাকার প্যাকেজের কথা আমরা বলেছি।’
তিনি খানিকটা হতাশার সুরে বলেন, ‘পাবো না হয়তো আমরা কিছুই। কিন্তু যাইহোক প্রধানমন্ত্রীকে এটা আমরা দিয়ে আমি এটাই বলে এসেছি যে, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, তাই অতদূর থেকে আমি এসেছি। আমি এই কাগজটা আমি ও আমার মুখ্যসচিব দু’জনে দিয়ে গেলাম। আমার দীঘায় যাওয়ার কর্মসূচি থাকায় আমি সেখানে যাচ্ছি।’