বোয়ালখালীতে লবনবাহী ঘাতক ট্রাকের (যশোর ট ১১- ১১৫৯) ধাক্কায় নিহত পটিয়ার মিজানুর রহমানকে দাফনের তিন ঘন্টা পরে কন্যা সন্তান প্রসব করেছে তাঁর স্ত্রী । আজ বুধবার (২৬ মে) সকাল ১১ টায় পটিয়া হাবিলাস দ্বীপস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয় । দাফনের ৩ ঘন্টা পর দুপুর ২.১৫ টায় নগরীর লালখান বাজারস্থ মমতা ক্লিনিকে তাঁর কন্যা সন্তান ভূমিষ্ট হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে ।
পটিয়া উপজেলার হাবিলাসিদ্বীপ ইউনিয়নের মনসা হুলাইন এলাকার জলিল মেম্বারের বাড়ীর গোলাম মাওলা চৌধুরীর ৪ সন্তানের মধ্যে জৈাষ্ট পুত্র হার্ডওয়ার ব্যবসায়ী মো. মিজানুর রহমান (২৮) । ২৫ মে মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার আরকান সড়কের আপেল আহমদের টেক নয়া রাস্তার মাথায় লবনবাহী ঘাতক ট্রাকের (যশোর ট ১১- ১১৫৯) ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি ।
গত বছরের ১৮ জুলাই পটিয়া নয়াহাট এলাকার মোঃ জামাল প্রকাশ মধু মিয়ার মেয়ে লিসি আকতারকে বিয়ে করেন তিনি। বহু আকাঙ্খিত অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা রয়েছে এ দম্পতির ঘরে ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আরকান সড়কের আপেল আহমদের টেক এলাকায় নয়া রাস্তার মাথায় লবনবাহী ট্রাক মোটর সাইকেল আরোহী মিজানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি । স্থানীয়রা তাকে বোয়ালখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.সাইমুনা জেসমিন পিংকী মিজানকে মৃত ঘোষনা করেন ।
নিহত মিজানুর রহমান (৩০) চার ভাইয়ের সবার বড় মিজানের মনসার টেক এলাকায় মওলা মার্কেটে মিজান গ্লাস হাউস নামের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ।
নিহত মিজান ব্যবসায়ীক কাজে নগরের কাপ্তাই রাস্তার মাথায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে পারিবারিক সুত্রে জানা গেছে ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান , ঘাতক লবন বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে । আদালতের অনুমতি সাপেক্ষে বিনা ময়না তদন্তে এ ঘটনায় পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে ।