আন্তর্জাতিক

ফাইজার-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর

(Last Updated On: )

দুটি টিকার প্রথম ডোজ দেওয়ার পর তা ভারতীয় ভ্যারিয়েন্টের বিপরীতে ৩৩ শতাংশ কার্যকর ছিল। ব্রিটেনে পাওয়া কেন্ট ভ্যারিয়েন্টের বিপরীতে এর কার্যকারিতা ছিল ৫০ শতাংশ। দুটি ডোজ নেওয়ার পর এর কার্যকারিতা যথাক্রমে ৬০ ও ৬৬ শতাংশ।

পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, ভ্যাকসিনগুলো মৃতের সংখ্যা কমাতে পারে সেই সঙ্গে হাসপাতালে রোগীর সংখ্যাও কমাতে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক বলেন, আমি ভীষণ আত্মবিশ্বাসী যে, আমরা সঠিক পথেই রয়েছি। কারণ তথ্য-প্রমাণে দেখা গেছে, দুই ডোজ ভ্যাকসিন একইরকম কার্যকরভাবে কাজ করে। ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

আগামী ২১ জুন থেকে যুক্তরাজ্যে সব বিধি-নিষেধ শিথিল করা হবে।

সূত্র: বিবিসি