ইসরায়েল এবং গাজার মধ্যে দুয়েক দিনে মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে ধারণা করছেন হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এখন পর্যন্ত সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বুধবার বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরাইলে শান্তি ফেরাতে’ যতদিন প্রয়োজন ততদিন হামলা চলবে।
এদিকে আজ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা।
ইসরায়েলি হামলা শুরুর পর গত এক সপ্তাহে তিনবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে এখন পর্যন্ত হামলা বন্ধের আহ্বান জানিয়ে কোনো বিবৃতি নিরাপত্তা পরিষদ দিতে পারেনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল বিবিসি জানিয়েছে, ২০১৪ সালের যুদ্ধের পর গত ৯ দিনে ইসরায়েলি হামলার সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছে ফিলিস্তিন। দ্বিতীয় সপ্তাহে গড়ানো এ সংঘাতে ১০০ নারী ও শিশুসহ অন্তত ২২০ জন নিহত হয়েছেন।