চট্টগ্রাম

ঈদে বেড়াতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন তরুণী

(Last Updated On: )

ঈদের দিনে বেড়াতে বের হয়েছিল প্রতিবন্ধী কিশোরী হালিমা আক্তার। পরদিন ১৭ বছর বয়সী এই হালিমা বাসায় ফিরলো লাশ হয়ে। একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আভাখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হালিমা আক্তার ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের মেয়ে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, ঈদের দিন হালিমা আক্তার বেড়াতে বের হয়েছিলেন।এরপর থেকে তিনি ছিলেন নিখোঁজ। হালিমা মৃগি রোগী ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। শনিবার সকালে ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আভাখালী এলাকায় একটি খালে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’

ওসি আরও বলেন, ‘পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’