বোয়ালখালীতে শ্রমজীবী মানুষের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেছে আহলা সমাজ কল্যাণ সংস্থা, সিরাজ আনোয়ারা ফাউন্ডেশন ও কমরেড নাসির উদ্দিন ফাউন্ডেশন ।
আজ বুধবার ( ১২ মে ) আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দরের সাবেক উপ পুলিশ পরিদর্শক, সমাজসেবক আবুল কালামের সভাপতিত্বে আহলা চাইল্ড কেয়ার একাডেমীর অধ্যক্ষ মফিজ উদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কমরেড নাছির উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি ,আহলা সমাজ কল্যান সংস্থার দাতা সদস্য মো. জসিম উদ্দিন,বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন বড়ুয়া,শিক্ষক নেতা আমির হোসেন,সমাজ কল্যান সংস্থার যুগ্ন আহবায়ক মোত্তাকিম বিন শাহিন চৌধুরী,সদস্য ইয়াস চৌধুরী ।শুভেচ্ছা বক্তব্য রাখেন সোপান খেলাঘর আসরের সা্ধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মাষ্টার । মোনাজাত পরিচালনা করেন কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের হেড মৌলানা মো. ইউছুফ চৌধুরী সেলিম ।