জাতীয়

আজান দিয়ে মুগ্ধতা ছড়ালেন বাংলাদেশের শফিকুর (ভিডিও)

(Last Updated On: )

লন্ডনের ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজে ইফতারের আগে মাগরিবের আজান দিয়ে সবাইকে মুগ্ধ করলেন বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজী শফিকুর রহমান (৩৫)।

শুক্রবার (০৭ মে) একটি সর্ব ধর্মীয় অনুষ্ঠানে আজান দিয়ে তাক লাগিয়ে দেন তিনি। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও ছাপিয়েছে মধ্যপ্রাচ্যের  সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, কাজী শফিকুর রহমানের আজান শুনে সবাই মক্কার পবিত্র মসজিদের মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লার কথা স্মরণ করতে থাকনে। কারন শফিকুর আজানের ধ্বনি ছিল প্রায় অবিকল মক্কার মুয়াজ্জিনের মতো। 

জানা গেছে বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজী শফিকুর রহমান মূলত ব্যবসায়ী। তিনি ছোটবেলা থেকেই আজান দিয়ে অভ্যস্ত। শুক্রবার ইফতারের আগে অনুষ্ঠানে হঠাৎ করেই তাকে আজান দিতে বলা হয়। এ সময় তার আজানের সুর অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায়।