বোয়ালখালীতে দেশের প্রাচীন বৃহত্তম জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পৌরসভা সদরের শাখা দিশারী খেলাঘর আসর ।
আজ শনিবার (৮ মে) বিকালে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ।অনুষ্ঠানে অথিতি ছিলেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল,দ্বীপশিখা খেলাঘরের প্রতিষ্ঠাতা ডা. মিহির বরণ বড়–য়া,উপজেলা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী বিশু, দিশারী খেলাঘরের উপদেষ্ঠা শ্যামল বিশ্বাস, সোপান খেলাঘরের সভপতি মো. জসিম উদ্দিন,পাঠশালার সংগঠক সুব্রত দত্ত রাজু,কিশোর কানন খেলাঘরের সাধারণ সম্পাদক রুপম চৌধুরী,দ্বীপশিখা খেলাঘরের সাধারণ সম্পাদক সরোজ বড়–য়া পল্লব,সংষ্কৃতিসংগঠক প্রধীপ বিশ্বাস ও পিকলু সরকার ।
আসরের সহ সভাপতি ফারজানা ইয়াছমিনের সভাপতিত্বে, সহ সাধারণ সম্পাদক নাজমা আকতারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন অপর্না চৌধুরী । শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক যুথিকা দে,শিক্ষা ও গবেষনা সম্পাদক জিন্নাত উন নুর তিশা,অর্থ সম্পাদক ঐশী দে,ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক প্রবীর শীল,চারু ওকারুকলা সম্পাদক তাসমিনা আকতার মুন্নি,সমাজ কল্যান সম্পাদক রাজিয়া সুলতানা,সদস্য সোনিয়া শীল প্রিয়া নাথ , ফারিহা নঈম ঐশী,জান্নাতুল ফেরদৌস,সানজিদা আকতার লিজা ,খেলাঘর সংগীত পরিবেশন করেন সাংষ্কৃতিক সম্পাদক মনিষা শীল কাইফা আকতার,রীমা আকতার,দিপালী শীল ।অনুষ্ঠান শেষে আসরের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরন করেন অতিথিবৃন্দ।