আগামীকাল ৯ এপ্রিল শনিবার সকাল ৮ টাথেকে বিকাল ৪ টা পর্যন্ত বোয়ালখালীতে বিদ্যুৎ সরবরাহবন্ধ থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি –১ এর বোয়ালখালী জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইমরান গনি । সাময়িক অসুবিধার জন্য তিনি দু;খ প্রকাশ করেছেন ।
তিনি জানান রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের লক্ষে বোয়ালখালী সাব ষ্টেশনের সংষ্কার, খুটি সংষ্কার ও গাছ কাটার কারনে আগামীকাল শনিবার বোয়ালখালীতে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি –১ এর সভাপতি আশরাফ উদ্দিন কাজল জানান,গ্রহকবেড়েছে কয়েকগুন । ৩০ বছর পূর্বের পিডিবি’র আমলের ৩৩ কেভি বিদ্যুৎ লাইন গ্রীষ্ম মৌসুমে লোড নিতে পারে না। গ্রীষ্ম মৌসুমে অতিরিক্ত লোডের কারণে তার গলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে ঝুকিপূর্ণ পরিস্থিতির সৃষ্ঠি হয় ।তাই সার্বিক দিক বিবেচনা করে এসময়ে পুরনো খুটি ,তারবদলানো না গেলে বিদ্যুৎ সরবরাহ ঝুকিপূর্ণ হবে ।