প্রধান পাতা

বোয়ালখালীতে ২শ লিটার চোলাই মদ উদ্ধার, ২ ভাই গ্রেফতার

(Last Updated On: )

বোয়ালখালীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ শ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ । এসময় ২ সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ১ টি সিএনজি টেক্সী আটক করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক সুমন কান্তি দে ।


বুধবার (৭ এপ্রিল) রাত ১ টা ২০ মিনিটে উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রাম বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় ।


গ্রেফতারকৃতরা হলেন আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের আহলা শেখ চৌধুরী পাড়ার চৌধুরী বাড়ীর মোজাহের মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (৩৫) ও আবদুর রহিম (২৫) ।


পুলিশ পরিদর্শক সুমন কান্তি দে জানান,অভিযান কালে পলাতক আহলা সাধার পাড়ার রাজা মিয়ার বাড়ীর বাচা মিয়ার ছেলে আবদুল কুদ্দুস(২৮) কে আটক করতে অভিযান অব্যাহত আছে ।


বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান গ্রেফতারকৃত মো. ইকবাল হোসেন (৩৫) ও আবদুর রহিম (২৫) বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।