জাতীয়

কারাগারে জাতির পিতাকে আঁকলেন বন্দীরা

(Last Updated On: )

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছেন কারাবন্দীরা। জন্মশতবার্ষিকী উপলক্ষে ৭১৪ কম্বল দিয়ে জাতির পিতার তর্জনী উঁচু করা ছবি এঁকেছেন তারা। আজ বুধবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার মাঠে কম্বল দিয়ে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি আঁকেন কারাবন্দীরা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুব আলম জানান, কেন্দ্রীয় কারাগারের বন্দীরা ২০ জনের দলে ভাগ হয়ে গতকাল দিনে ও রাতে ৭১৪ কম্বল দিয়ে ছবিটি আঁকেন। কারাগারের অধিকাংশ বন্দীরা এই চিত্রাঙ্কনে অংশ নেন।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা অভ্যন্তরে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কারাবন্দীদের সঙ্গে আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ দোয়া।

এ ছাড়া বন্দীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।