উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী নাথপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সংগঠক ও উন্নয়নকর্মী ভোলা কুমার নাথ ৬ মার্চ শনিবার রাত ১০: ৪০ মিনিটে চমেক হাসপাতালে ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলে,অসংখ্য আত্নীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। রবিবার দুপুরে ভোলা কুমার নাথ কে পারিবারিক শশ্নানে সমাধীস্হ করা হয়।
শোক: ভোলা কুমার নাথ পরলোকে গভীর শোক জানিয়েছেন পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম, সংগঠক ও উন্নয়নকর্মী কাজী ইকবাল বাহার ছাবেরী দক্ষিণ জেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ দিদারুল আলম, নাথ কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখা, জগদানন্দ মিশন পরিচালনা পরিষদ, মা আনন্দময়ীধাম পরিচালনা পরিষদ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক , সেবামূলক সংগঠন গভীর শোক জানিয়েছেন।