বোয়ালখালীতে বিনম্র শ্রদ্ধায় মেহনতী মানুষের মুক্তি সংগ্রামের আজীবন সংগ্রামী কমরেড নাসির উদ্দিনের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
এ উপলক্ষে খতমে কোরান,কবর জেয়ারত, পুষ্পমাল্য অর্পন, স্মরণ সভা ,পুরষ্কার বিতরণ ও কম্বল বিতরণ করা হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে কমরেড নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত স্মরন সভায় অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক কানাই দাশ,কমরেড অমৃত বড়–য়া,কমরেড নজরুল ইসলাম আজাদ,জামাল আবদুল নাসের,পটিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী, বোয়ালখালীর সাধারণ সম্পাদকসেহাব উদ্দিন সাইফু,সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম,সাবেক ছাত্রনেতা প্রকৌশলী এনামুল হক মঞ্জু ,কবি ইসমাইল জসীম,সাবেক ছাত্র নেতা তিতুমীর জসিম উদ্দিন,জাহানারা বেগম স্বপ্না।
কমরেড নাসির উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে আবৃত্তি শিল্পী জাইমা ওয়াশী শশীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সনৎ বড়ুয়া, কৃষক সমিতি বোয়ালখালীর সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু,ছাত্র ইউনিয়ন বোয়ালখালীর সভাপতি রুপন দাশ ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ছাত্র নেতা নাজমা আকতার ।
স্মরণসভা শেষে চিতাংকন , সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও নিন্মবিত্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ ।