মালয়েশিয়া পুলিশকে ঘুষ দেয়ার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) লুনাস টোল রাস্তায়, ২৭ ও ৩০ বছর বয়সী এই দুই বিদেশিকে বেলা সাড়ে ৩টার দিকে ট্যাক্সি নিয়ে কুলিম যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়।
কুলিম জেলা পুলিশ প্রধান, সুপারিনটেনডেন্ট আজহার হাশিম বলেছেন, এসজেআর স্টাফদের দ্বারা পরিচালিত তদন্তে বলছে জড়িত দু’জনের বৈধ ভ্রমণের দলিল এবং ক্রস-স্টেট পারমিট ছিলো না। একজন বিদেশি দায়িত্ব পালনকারী সদস্যকে ৫০০ রিঙ্গিত নগদ ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন।
পুলিশ দুইজনকে এই কাজটি না করার জন্য সতর্ক করেছিলো। তবে দু’বার সতর্ক করার পরেও এ দুই বাংলাদেশি কর্তব্যরত পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা চালায়। পরে তদন্তের জন্য ওই দুই বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করে বলে পুলিশ প্রধান আজহার হাশিম জানিয়েছেন।