লাইফ স্টাইল

শীতের পার্টিতে জমকালো লুক চাইলে

(Last Updated On: )

করোনাকালেও থেমে নেই কোনো আনুষ্ঠানিকতা। শীতের সময়টাই উৎসবের, প্রতি সন্ধ্যায়ই থাকে নানা আয়োজন।সেখানে যেতে প্রয়োজন হয় অনুষ্ঠান অনুযায়ী সাজগোজ। জেনে নিন শীতের সাজেও উষ্ণতা ছড়ানোর উপায়: 

•    ময়েশ্চারাইজারের পরে এবং বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে ত্বকের ধরন বুঝে প্রাকৃতিক সানস্ক্রিন ব্যবহার করুন
•    মেকআপের ভালো বেস তৈরির জন্য ম্যাট প্রাইমার ব্যবহার করুন
•    নিখুঁত ত্বক পেতে কনসিলার ব্যবহার করুন। ব্রাশ অথবা স্পঞ্জ দিয়ে ম্যাট ফাউন্ডেশন ভালোমতো বসিয়ে দিন। চেহারায় আকর্ষণীয় ভাব ফুটিয়ে তুলতে একটি হালকা, আরেকটি গাঢ় শেড ব্যবহার করুন   
•    দীর্ঘক্ষণ আইশ্যাডো ঠিক রাখতে আগে ম্যাট আই বেস তৈরি করুন। চোখের নিচে কনসিলর দিয়ে চোখের পাতায় পছন্দমত রং আঁকুন। চোখের পাতা উজ্জ্বল দেখাতে ব্লেন্ডার ব্রাশ দিয়ে হালকা শেড করে নিন  
•    ভ্রু’র জন্য সিমার ওয়েভ ব্যবহার করে শেড হাইলাইট করুন
•    কালো জেল পেন আইলাইনার ব্যবহার করুন। মাশকারা ব্যবহার করতে পারেন  
•    ব্রাশের সাহায্যে লিপ ডিফাইনার ও লিপ শাইন ব্যবহার করুন। গোলাপি বা ব্রাউন গ্লসি লিপস্টিক লাগিয়ে নিন
•    গালে হালকা ব্লাশন লাগান।

অভিজাত শাড়ি ও সুন্দর সাজের সঙ্গে হালকা গহনা আর হাতের একটি বড় ডায়ালের ঘড়িই যথেষ্ট।   শীতে ঠাণ্ডা থেকে বাঁচতে ব্লেজার বা কোর্ট যাই থাকুক না কেন, শাড়ি পরার পর ওপরে চাপিয়ে নিন। কোর্টের বোতাম লাগাবেন না। শালেও কিন্তু ফ্যাশনের কোনো ক্ষতি হয় না বরং শাড়ির সঙ্গে একটি পশমিনা কাশ্মিরি শালের প্রশংশাই করবে সবাই।  

সাজ শেষ, পারফিউম মেখে মানানসই ব্যাগ হাতে বেরিয়ে যাচ্ছেন? করোনাকাল, মাস্কটি নিয়ে নিন।