জাতীয়

সাজেকে ৭০০ ফুট গভীর খাদে পর্যটকবাহী মাইক্রোবাস

(Last Updated On: )

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী একটি মাইক্রোবাস ৭০০ ফুট গভীর খাদে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহতদের দ্রুত উদ্ধার করে দীঘিনালা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ইসরাফিল মজুমদার জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম স্থানীয়দের সহায়তায় গাড়িটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।