প্রধান পাতা

সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি ষড়যন্ত্রের পথে এগোচ্ছে-সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি

(Last Updated On: )

বোয়ালখালী আ’লীগের সম্মেলনে-সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি

বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, আওয়ামী লীগ জনগনের দল। আওয়ামী লীগের শেকড় মাটিতে নয়, বাংলাদেশের জনগণের হৃদয়ে। একে উপড়ে ফেলা যায় না। যারাই ক্ষমতায় আসে-তাদের উদ্দেশ্য আ.লীগকে উপড়ে ফেলা। তিনি বলেন, আমরা জানি খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। আর আমি ভিন্ন তথ্য দিতে চাই, মোস্তাক এ হত্যাকান্ডের মুল ব্যক্তি নই। বঙ্গবন্ধু হত্যার মুল নায়ক জেনারেল জিয়াউর রহমান। কর্ণেল ফারুক, কর্ণেল রশিদই একথা বলেছে টেলিভিশনে, বিবিসি’র সাথে সাক্ষাৎকারে। জিয়াউর রহমান হচ্ছেন হুকুমের আসামী। আজ ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার কধুরখীল স্কুল মাঠে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি দেশের জনগণকে বিভ্রান্ত করছে, ষড়যন্ত্রের পথে এগোচ্ছে। অথচ শেখ হাসিনা দেশের জনগণের উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হবে না। নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ বলেছেন, শেখ হাসিনার সরকার জনগণের উন্নয়নে বিশ্বাসী। বিশ্বের দরবারে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন করে যাচ্ছেন। করোনা মহামারি, বন্যার সময়ও শেখ হাসিনার সরকার দক্ষতার সাথে মোকাবেলা করে জনগণের আস্থা অর্জন করেছে। তিনি আরো বলেন, কালুরঘাট সেতু আর স্বপ্ন নয়, এখন বাস্তব।কালুরঘাট নতুন সেতু নির্মাণ শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের এক নাম্বারে রেখেছে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শেখ হাসিনার ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য প্রতিহত করবে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা চায় না বাংলাদেশ সফল রাষ্ট্র হোক। তারা চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন তার বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার সরকার শুধু মুজিববর্ষেই তিনলক্ষ গৃহহীনকে ঘর দিয়েছেন। বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্ত, পঙ্গু, মুক্তিযোদ্ধা ভাতা দেন। আমরা আ.লীগের কর্মীরা তা প্রচার করি না। ফলে ৭২ভাগ মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও ৩২ভাগ মানুষ নৌকাকে দেখতে চাই! ভাবতে হবে, আমরা নেতা কর্মিদের আচরণে ভুল কোথায়?
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, এস এম আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রাদীপ দাশ, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বোরহান উদ্দিন এমরান, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, মুক্তিযোদ্ধা সম্পাদক এ কে এম আবদুল মতিন চৌধুরী, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, দপ্তর সম্পাদক আবু জাফর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, আইয়ুব আলী, চন্দনাইশ আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ডা: আ ন ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: জোবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো: শফিউল আলম, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শামসুল আলম, সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল মোকারম, পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ১০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।