জাতীয়

৭দিন পর করোনায় ১ মৃত্যু, শনাক্ত ৪৪

(Last Updated On: )

দেশে টানা ষষ্ঠদিন মৃত্যুশূন্য থাকার পর সপ্তমদিনে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জন হয়েছে। একজনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১২৪ জন।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের কোভিড শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭১ শতাংশ। আগেরদিন এই হার ছিল শুন্য দশমিক ৮০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৯০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ২৫ মার্চের পর থেকেই দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা একশর নিচে রয়েছে। রোববার একদিনে শনাক্ত হয় ৪২ জন রোগী।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।