জাতীয়

৬ লাখ টিকা আনতে চীন যাচ্ছে ২ উড়োজাহাজ

(Last Updated On: )

বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনা টিকা আনতে রাতে চীনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি উড়োজাহাজ।

শনিবার (১২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিমান বাহিনীর দু’টি সি ১৩০জে পরিবহন প্লেন করোনাভাইরাসের ছয় লাখ টিকা আনার জন্য চীনের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ছাড়বে।

গত ৫ জুন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বাংলাদেশকে দ্বিতীয় দফায় আরও ছয় লাখ টিকা উপহার দেয়ার সিদ্ধান্তের কথা জানান। এর আগে, গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

এর আগে, গত ১২ মে দেশে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে পাঠায় চীন। সরকার ইতোমধ্যে মেডিকেল শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা প্রয়োগ করতে শুরু করেছে। এদিকে সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে শনিবার বাংলাদেশ একটি ক্রয় চুক্তি সম্পন্ন করেছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।