আন্তর্জাতিক

৬ আইএস জঙ্গিকে হত্যা করল তালেবান


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ছয়জন সদস্যকে হত্যা করেছে তালেবান বাহিনী। তালেবানের এক মুখপাত্র আজ মঙ্গলবার বলেছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখে রাতজুড়ে অভিযানে সাতজন আইএস সদস্য নিহত হয়েছে। খবর আল-জাজিরার।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে একাধিক হামলার দাবি করেছে আইএস। এরমধ্যে বালখ প্রদেশে এক হামলায় গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল গত মাসে নিহত হয়েছেন।

বালখ পুলিশ প্রধানের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি জানান, নাহরি শাহি জেলায় আইএস-এর এক গোপন স্থাপনায় সোমবার গভীর রাতে অভিযান চালানো হয়। এতে জঙ্গি গোষ্ঠীটির ছয় সদস্য নিহত হয়েছেন।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর দেশটির নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক অবনতি ঘটে। বিশেষ করে আইএস তালেবানের নিরাপত্তার জন্য ব্যাপক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গত জানুয়ারিতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছিল। এছাড়া সম্প্রতি কাবুলে হামলায় দায় স্বীকার করেছে আইএস। জঙ্গি গোষ্ঠীটি প্রায়শই আফগানিস্তানে শিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালায়।