প্রধান পাতা

৬৯ বছরে খেলাঘর সৃষ্টি করেছে অনেক খ্যাতিমান জ্ঞানী-গুণী

(Last Updated On: )

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর এর ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ দ্বীপশিখা খেলাঘর আসর আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ।

২ মে (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তারা বক্তারা বলেন ৬৯ বছরে খেলাঘর সৃষ্টি করেছে অনেক খ্যাতিমান জ্ঞানী-গুণী ।

বক্তারা আরো বলেন, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনষ্ক, মানবিক বোধসম্পন্ন সর্বোপরি সৎ ও যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসাবে প্রজন্মকে গড়ে তুলতে খেলাঘর এর বিকল্প নাই।

আসরের সভাপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোজ বড়ুযা পল্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিৎ কর্মকার। দিবসের আলোচনার বিষয় “খেলাঘর-এর গৌরবের ৬৯ বছর নিয়ে প্রধান আলোচক ছিলেন দৈনিক সময়ের আলোর বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান, খেলাঘর চট্টগাম দক্ষিণ জেলার সভাপতি জসীম চৌধুরী সবুজ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমবায় অফিস চট্টগ্রাম বিভাগের জয়েন্ট রেজিষ্ঠার (ইনচার্জ) আশীষ কুমার বড়ুয়া ও বোয়ালখালী নিউজ ডট কম এর সম্পাদক ,খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল।

বক্তব্য রাখেন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য ড. অরূপ বড়ুয়া , চট্টগ্রাম সরকারি সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৌরভ বড়ুয়া।

স্বাগত বক্তব্য দেন আসরের প্রতিষ্ঠা খেলাঘর সংগঠক ডা. মিহির বরণ বড়ুয়া। আরো বক্তব্য রাখেন বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাণীব্রত চৌধুরী, আসরের সিনিয়র সহ সভাপতি উত্তম বড়ুয়া। শোক প্রস্তাব পাঠ করেন, আসরের সহ সাধারণ সম্পাদক তৃঞ্চা বড়ুয়া। কেন্দ্রীয় খেলাঘর আসর এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট বিজ্ঞানী প্রয়াত ড. আলী আসগর এর লেখা “শিশু-সংগঠন” থেকে সংকলিত অংশ পাঠ করেন আসরের সাংগঠনিক সম্পাদক শর্মি বড়ুয়া। অতিথি শিল্পী হিসাবে যুক্ত হয়ে খেলাঘরের শুভ জন্মদিনের গান পরিবেশন করেন দিশারী খেলাঘর আসর এর সাংস্কৃতিক সম্পাদক মাইয়েশা ফারজানা । সাংস্কৃতিক সম্পাদক রিয়া বড়ুয়ার পরিচালনায় ও সম্পাদনায় সংগঠনের অস্থায়ী কার্যালয় চরণদ্বীপ বড়ুয়া পাড়া “সুরেশ ভবন” থেকে সংযুক্ত হয়ে মনোজ্ঞ সংগীত পরিবেশনায় অংশ নেয়, অদিতি, শ্রাবন্তী বড়ুয়া হিমী, শ্রাবন, মমি, লোপা, স্বর্ণা, জয়তি, সুপিয়া, দূর্জয়, ঐশী, অমিত, শাওন, হিমেল, বোধিমিত্র, আদর প্রমুখ।