জাতীয়

৫০ বছরেও নিরাপদ হয়নি কারখানার শ্রমিকদের জীবন : জি এম কাদের

(Last Updated On: )

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছরেও কারখানার শ্রমিকদের জীবন নিরাপদ হয়নি।’  আজ রবিবার এক বিবৃতিতে এসব কথা ব‌লেন তিনি।

জি এম কাদের বলেন, ‘প্রতিবছর কারখানায় অগ্নিকাণ্ডে অসংখ্য শ্রমিকের জীবন যায়। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন আসে। তাতে কিছু সুপারিশও থাকে। কখনও জনগণ সেটা জানতে পারে। কখনও তা গোপনই থেকে যায়। তবে বাস্তবায়ন হয় না বললেই চলে। প্রায় ক্ষেত্রেই আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায় দোষীরা। তাই থামছে না অগ্নিকাণ্ড, থামছে না মৃত্যুর মিছিল।’তিনি বলেন, ‘বিল্ডিং কোড মেনে তৈরি হয় না ভবন। কারখানা তৈরিতে মানা হয় না সুনির্দিষ্ট নীতিমালা। অগ্নি প্রতিরোধে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে না কারখানায়। তদারকি নেই। আর দায়িত্বশীলদের জবাবদিহি নেই বললেই চলে। এ কারণেই কারখানায় আগুন লাগলে রেহাই মেলে না শ্রমিকদের। তাই অগ্নিকাণ্ড কমাতে এবং শ্রমিকদের জীবন বাচাতে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।’