আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ৪২তম (বিশেষ) বিসিএসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে এই পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ২৫ এর মধ্যে নিজ আসনে বসতে হবে।
মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মেডিকেল সায়েন্স ১০০, বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তির উপর ১০ নম্বরের প্রশ্ন থাকবে।
এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। আর ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত বছরের ৭ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়। প্রায় ৩১ হাজার প্রার্থী ৪২তম বিসিএসে আবেদন করেছেন। এদের মধ্য থেকে ২ হাজার সহকারী সারজন নিয়োগ দেবে পিএসসি।