জাতীয়

২ বছরের সাজা এড়াতে হিজড়া বেশে ৭ বছর ধরে পলাতক

(Last Updated On: )

দুই বছরের সাজা এড়াতে সাত বছর ধরে হিজড়ার বেশ ধরে আত্মগোপনে পলাতক ছিলেন মো. বিল্লাল হোসেন (৩২)। অবশেষে গতকাল শনিবার রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামি মো. বিল্লাল হোসেনের (৩২) বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের শোনাতলা গ্রামে। পালানোর আগে তিনি রাজধানীর শাহআলী থানা এলাকায় থাকতেন। এই শাহআলী থানাতেই তার বিরুদ্ধে মাদকের মামলা হয়েছিল।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মো. বিল্লাল হোসেনের নামে ২০১২ সালের ৭ সেপ্টেম্বর শাহআলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এরপর মামলা থেকে জামিনে বের হন তিনি। পরে মামলার দায় হতে বাঁচার জন্য শাহআলী থানা এলাকা ছেড়ে চলে যান। গত সাত বছর ধরে হিজড়া সেজে অজ্ঞাত স্থানে থাকেন তিনি।

ওসি জানান, ওই মামলায় আসামি বিল্লালের দুই বছর সাজা হয়, যা গত তিন বছর ধরে শাহআলী থানায় মুলতবি ছিল। অতঃপর গোপন সংবাদের মাধ্যমে আসামির বর্তমান ঠিকানা সংগ্রহপূর্বক সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করি আমরা। গতকাল শনিবার বাড্ডা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার প্রকৃত নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়। 

‘গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি প্রকৃতপক্ষে হিজড়া নন। মামলায় আটক হওয়ার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্ত হয়ে পুলিশের গ্রেপ্তার এড়ানোর জন্য হিজড়ার ছদ্মবেশ ধারণ করেন’।