আন্তর্জাতিক

২৮ স্ত্রী, ১৩৫ সন্তান, ১২৬ নাতি-নাতনির সামনে ৩৭ তম বিয়ে!

(Last Updated On: )

আগেকার দিনে পুরুষদের বহু বিবাহের কথা শোনা যায়। এই সময়ে এসেও অনেকে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তবে, কেউ যদি ৩৭ বার বিয়ে করেন, সে ক্ষেত্রে অবাক না হয়ে উপায় থাকে না।

এমনটাই করেছেন এক ব্যক্তি। ৩৭ বার বিয়ে করেছেন তিনি। সেটাও আবার পুরো পরিবারকে সাক্ষী রেখে। পরিবার বলতে ২৮ জন স্ত্রী, ১৩৫ জন ছেলে-মেয়ে ও ১২৬ জন নাতি-নাতনি!

এর আগে ৩৬ জন নারীকে বিয়ে করেছেন তিনি। সেই কারণে তার সন্তান এবং নাতি-নাতনিদের সংখ্যাটা বিশাল। বর্তমানে তার মোট স্ত্রীদের মধ্যে ২৮ জন বেঁচে আছেন এবং তারা ওই ব্যক্তির সঙ্গেই থাকেন।

ওই ব্যক্তির বিয়ের ভিডিও কয়েকদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে পরিবারের সদস্যদের আনন্দ করতে দেখা যাচ্ছে। 

বিয়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ভারতের আইপিএস রুপিন শর্মা লিখেছেন, সাহসী মানুষ… ২৮ জন স্ত্রী, ১৩৫ জন সন্তান এবং ১২৬ জন নাতি-নাতনির সামনে ৩৭তম বিয়ে করছেন।