জাতীয়

২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজের গণটিকা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গত ২৬ ফেব্রুয়ারি যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তাদের ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজের গণটিকা দেওয়া হবে। দ্বিতীয় দফায় একদিনে এক কোটি করোনা টিকার কার্যক্রমের আওতায় এ টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, একমাস পূরণ সাপেক্ষে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থায় প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিল, একইভাবে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের টিকা কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে।

এর আগে, প্রথম দফায় এক কোটি টিকা দেয়ার সময় বিভিন্ন কেন্দ্রে প্রচুর ভিড় হয়। সেই পরিস্থিতি বিবেচনায় এনে যেসব স্থানে জনসমাগম বেশি হয় এবার সেখানে কেন্দ্র সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে একদিনে এক কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেয়া হয়।