জাতীয়

২৪ ঘণ্টায় কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

(Last Updated On: )

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১০৮ জন। এর আগে চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর দিকে গত ১৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় ১০৮ জনকে নিয়ে এ পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মোট মারা গেছেন ১৩ হাজার ৯৭৬ জন। একই সময়ে নতুন করে আরও ৫ হাজার ৮৬৯ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সরকারি হিসাবে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ করোনা রোগী শনাক্ত হলেন।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে কোন জেলায় কতজন তা প্রকাশ করেছে অধিদফতর।

ঢাকা বিভাগ: রাজধানী ও ঢাকা জেলায় এক হাজার ৫৩৯ জন, ফরিদপুরে ১৩১ জন, গাজীপুরে ৯৩ জন, কিশোরগঞ্জে ৬৭ জন, নরসিংদীতে ১৭৫ জন, মাদারীপুরে ৫৪ জন, মুন্সীগঞ্জে আটজন, মানিকগঞ্জে নয়জন, রাজবাড়ীতে ৩২ জন, গোপালগঞ্জে ৬১ জন, টাঙ্গাইলে ১২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ২৭৪ জন, কুমিল্লা জেলায় ১০৫ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৪ জন, চাঁদপুর জেলায় ২৪ জন, খাগড়াছড়িতে ১৯ জন, রাঙামাটি জেলায় ১০ জন, কক্সবাজার জেলায় ৮৩ জন, বান্দরবানে ১২ জন, ফেনীতে ৩০ জন, লক্ষ্মীপুর জেলায় ১৬ জন ও নোয়াখালী জেলায় ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগ: সিলেট বিভাগের সিলেট জেলায় ১০৬ জন, মৌলভীবাজারে ৩৬ জন, হবিগঞ্জ জেলায় আটজন ও সুনামগঞ্জে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগ: রংপুর বিভাগের রংপুর জেলায় ২৩ জন, গাইবান্ধা জেলায় ৩৫ জন, নীলফামারী জেলায় ১৮ জন, কুড়িগ্রামে ৩৬ জন, লালমনিরহাট জেলায় ১৫ জন, পঞ্চগড় জেলায় ২১ জন, ঠাকুরগাঁওয়ে ১০১ জন ও দিনাজপুরে ৯৫ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের খুলনা জেলায় ৩৩২ জন, যশোরে ৩৭০ জন, নড়াইলে ৩৮ জন, মাগুরায় ১০ জন, ঝিনাইদহে ১৭৯ জন, বাগেরহাটে ৭৩ জন, মেহেরপুরে ৪৫ জন, সাতক্ষীরায় ৪৮ জন, কুষ্টিয়ায় ১১১ জন, চুয়াডাঙ্গা জেলায় ১১৬ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৬৮ জন, জামালপুর জেলায় ৩১ জন, নেত্রকোনায় ১৪ জন ও শেরপুর জেলায় ৫২ জন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৪০ জন, ঝালকাঠিতে ২৮ জন, বরিশাল জেলায় ৪০ জন, পিরোজপুরে ২৯ জন, ভোলায় দুজন, পটুয়াখালীতে ১৫ জন রোগী আক্রান্ত হয়েছে।

রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় সাতজন, নাটোরে ৭৮ জন, জয়পুরহাটে ৬১ জন, বগুড়ায় ১২৪ জন, পাবনায় ৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৩ জন, সিরাজগঞ্জে ৪৫ জন ও নওগাঁয় ১২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৮ হাজার ২৪৭টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৬৫৩টি। দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ১৭ হাজার ১৮৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪৫ হাজার ৯৩৬টি।

গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৯ শতাংশ।

সারাদেশে বর্তমানে ৫৫৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে ১২৬টি, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৬টি এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৮২টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৮ জনের মধ্যে পুরুষ ছিলেন ৭৫ জন আর নারী ৩৩ জন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৯ হাজার ৯৯৫ জন আর নারী ৩ হাজার ৯৮১ জন।

গেল ২৪ ঘণ্টায় মৃতদের একজন শিশু ছিল; যার বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। এছাড়া মৃত অন্যদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী ছিলেন ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সসীমার ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গেছেন দুজন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের মধ্যে মারা গেছেন ২৫ জন, চট্টগ্রাম বিভাগের ২৩ জন, রাজশাহী বিভাগের ১৬ জন, খুলনা বিভাগের ২৭ জন, সিলেট বিভাগের তিন জন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগের চার জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৮৩ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন আর বাড়িতে ১১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ৭৭৬ জনের মধ্যে ঢাকা বিভাগের এক হাজার ৩৬৯ জন, চট্টগ্রাম বিভাগের ৫৪৩ জন, রংপুর বিভাগের ৮৭ জন, খুলনা বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ৩১৬ জন, সিলেট বিভাগের ১০০ জন ময়মনসিংহ বিভাগের আছেন ৭৮ জন।