করোনায় আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কর্মীদের ওপর বাড়তি কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে কোম্পানিগুলো। অথচ টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস) হাতে নিয়েছে ঠিক বিপরীত পরিকল্পনা। রতন টাটার এ প্রতিষ্ঠানের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে অফিসে কর্মীদের সময়সীমা দিনের এক চতুর্থাংশ অর্থাৎ ৬ ঘণ্টায় নামিয়ে নিয়ে আসা।
প্রতিষ্ঠানটি জানায়, কর্মীদের দিনে মাত্র ছয় ঘণ্টা সময় অফিসে দিলেই চলবে। এটাকে বলা হচ্ছে ২৫/২৫ মডেল। করোনা মহামারিতে টাটা গ্রুপের এ কোম্পানি আগেই সিদ্ধান্ত জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত ৭৫ শতাংশ কর্মী কাজ করবেন বাড়িতে বসেই। মাত্র ২৫ শতাংশ কর্মী নিয়েই চলবে অফিস।
শতভাগ উৎপাদনশীলতার জন্য ২৫ শতাংশ কর্মী অফিসে এলেই যথেষ্ট বলে মনে করছেন টিসিএস কর্তৃপক্ষ।
টিসিএসের মুখপাত্র বলেন, ‘এখন ৫ শতাংশ কর্মী অফিসে বসে কাজ করছেন। চলতি বছরের শেষে যাতে আরও বেশি সংখ্যক কর্মীদের অফিসে আনা যায়, সে বিষয়ে উত্সাহিত করা হবে। তারপরেই আমরা ২৫/২৫ মডেল কার্যকর করব।’
সূত্র: এনডিটিভি