জাতীয়

১৭৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

(Last Updated On: )

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ১৭৮ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের হাতায় প্রদেশ থেকে সোমবার নাইদি উমায় নামের ওই নারীকে উদ্ধার করা হয়।

মার্কিন সংবাদমাধম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুল পৌরসভার পক্ষ থেকে একটি ফুটেজে প্রকাশিত হয়েছে। সেই ফুটেজে দেখা গেছে, নাইদি উমায় নামের এক নারীকে ধ্বংসস্তূপের নিচ থেকে স্ট্রেচারে করে বের করা হচ্ছে। উদ্ধারকারী দলে ছিলেন ইস্তাম্বুলের দমকল বিভাগ ও তুর্কি খনি শ্রমিকরা।

সিএনএন আরও বলছে, সোমবারও ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যদিও ত্রাণ সংস্থা ও কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আটকেপড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে।

সিএনএন আরও বলছে, সোমবারও ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যদিও ত্রাণ সংস্থা ও কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আটকেপড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে।

এদিকে তুরস্ক-সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে।  তুরস্কের পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, প্রাণহানির সংখ্যা ৩১ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে। অন্যদিকে সিনিয়ার চার হাজার ৫৭৪ জনের নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

গত সোমবার ভোরে মানুষ ঘুমিয়ে ছিলেন, ঠিক তখনই তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। পরে দুপুরে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর পরদিন মঙ্গলবার তুরস্কের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে।