চট্টগ্রাম

১৪১২০ লিটার অবৈধ পাম অয়েলসহ আটক ৫

(Last Updated On: )

নগরের কর্ণফুলী থানায় শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ১৪  হাজার ১২০ লিটার অবৈধ পাম অয়েলসহ ৫ চোরা কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।  

তারা হলেন- বাকলিয়া থানার বদিউল আলমের (৩০) ছেলে মো. মিজানুর রহমান, ভোলা জেলার বাসিন্দা মো. সেলিমের ছেলে মো. মাকসুদুর রহমান (২৬), পটিয়া উপজেলার হরিণকাইন ইউনিয়নের মৃত কবির আহমেদের ছেলে মো. জানে আলম (৫২), কর্ণফুলী থানার আব্দুল মাবুদের ছেলে মো. তাহের (৩০) ও নগরের বন্দর থানার পশ্চিম ইউনিয়নের বাসিন্দা মো. মঞ্জুর আলম (২৫)।

এ সময় অবৈধ পাম অয়েল পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাকও জব্দ করা হয়।  

শুক্রবার (১১ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা এলাকায় অবৈধ চোরাই পাম অয়েল মজুদের বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালালো হয়। সেখান থেকে অবৈধ চোরা কারবারিদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধ পাম অয়েল মজুদ করে বিক্রি করে আসছে বলে জানিয়েছে। তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।