ঈদের ছুটির মাঝে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের (কভিড-১৯) নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৬১ জন। এ সংখ্যা গত ১৩ মাসে সবনিম্ন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৭৯ হাজার ৭৯৬।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এছাড়া করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ১২৪ জনে।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। সে সময় ১৩ এপ্রিল ১৮২ জনের, ১৪ এপ্রিল ২০৯ জনের, ১৫ এপ্রিল ২১৯ জনের, ১৬ এপ্রিল ৩৪১ জনের, ১৭ এপ্রিল ২৬৬ জনের করোনা শনাক্ত হয়।