জাতীয়

১০ লাখ টাকার হেরোইনসহ নারী আটক

(Last Updated On: )

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মোছা. মৌলুদা বেগম (৬১) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (২৪ মে) ঢাকার শ্যামপুর মডেল থানাধীন শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ (৯৮ গ্রাম) মৌলুদা বেগম নামে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫১০ টাকা জব্দ ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক মৌলুদা বেগম বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।