খেলা

১০ বছরেও আইপিএলের পাওনা টাকা পাননি হজ

(Last Updated On: )

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগে রয়েছে অর্থের ঝনঝনানিও। যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায় এই টুর্নামেন্টে ক্রিকেটারদের বেশি পারিশ্রমিক থাকে।

অবশ্য আইপিএল নিয়ে অন্যরকম এক খবর জানালেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ব্র্যাড হজ। ২০১১ আইপিএলে কোচির হয়ে খেলেছিলেন হজ। সেই পারিশ্রমিকের ৩৫ শতাংশ এখনো বুঝে পাননি এই সাবেক অজি ক্রিকেটার। তিনি এক টুইটে জানিয়েছেন, ‘২০১১ সালে কোচি টাসকার্সের হয়ে খেলেছিলাম। এখনো ৩৫ শতাংশ অর্থ বাকি আছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কি সেই অর্থ দিয়ে দিতে পারবে?’

আইপিএলে দলটির বিলুপ্তির কারণও এই অর্থ সংক্রান্ত বিষয়। বিসিসিআইয়ের নিয়মানুযায়ী ১০ শতাংশ ব্যাংক নিশ্চয়তার অর্থ জমা দিতে ব্যর্থ হয়েছিল তারা। এর ফলে আইপিএল থেকে দলটিকে বহিস্কার করা হয়। পাওয়া টাকা বুঝে নিতে ক্রিকেটারদের মামলা করারও পরামর্শ দিয়েছিল তৎকালীন বোর্ড।

শুধু হজই নন আরও বেশ কয়েকজন বিদেশি ও স্থানীয় ক্রিকেটারও কোচির কাছ থেকে প্রাপ্য পারিশ্রমিক বুঝে পাননি। এসব সমস্যার সমাধান করতে কোচির বিপক্ষে মামলা করেছিল বিসিসিআই। সেই মামলার রায়ে বিসিসিআইকে ৫৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে বলা হয়। সেই ক্ষতিপূরণ এখনো দেয়নি দলটি। অবশ্য ফ্র্যাঞ্চাইজিটি ক্ষতিপূরণের বদলে আইপিএলে আবারো খেলার আবদার জানায়। বিষয়টির এখনো কোনো সমাধান হয়নি। ২০১১ সালের আইপিএল আসরে ১৪ ম্যাচ খেলে ৩৫.৬৩ গড়ে ২৮৫ রান করেছিলেন হজ।