চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে হেলমেট না পরায় ১১ জন মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ জানুয়ারি) উপজেলা সদর ও গোমদণ্ডী ফুলতল মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, ‘হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন তারা। নিরাপত্তার স্বার্থে হেলমেট পরিধান করাটা অতি জরুরি। হেলমেট পরিধান না করায় সড়ক পরিবহণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।’