জাতীয়

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম আর নেই

(Last Updated On: )

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার হার্ট অ্যাটাক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয় নুরুল ইসলাম জিহাদীকে। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

গতকাল রোববার আল্লামা নুরুল ইসলাম জিহাদীর ছেলে মোর্শেদ বিন নূর বলেন, ‘শনিবার রাত ১টায় দিকে আব্বাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।’

শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন নুরুল ইসলাম জিহাদী। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।