বিনোদন

হাসপাতালে ভর্তি অভিনেত্রী পরীমনি

(Last Updated On: )

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোররাতের দিকে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

জানা গেছে, পরীমনির সঙ্গে রয়েছেন স্বামী শরিফুল রাজ। ইতোমধ্যে নমুনা পরীক্ষার জন্য স্যাম্পল দিয়েছেন পরীমনি। তবে এখনো রিপোর্ট হাতে পাননি।

এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) গাজীপুরের শালনায় অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিংয়ে যোগ দেন পরীমনি। তবে বুধবার (২৬ জানুয়ারি) শুটিং শুরুর আগেই জ্বর-কাশিসহ করোনার উপসর্গ দেখা দেয় তার। মধ্যরাতে তার শারীরিক অবস্থা অবনতি হলে ভোররাতের দিকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’র শুটিং শেষ করেছেন পরীমনি। এই চিত্রতারকার হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার কাছ।