চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মদুনাঘাট দক্ষিণ মাদার্শা বড়ুয়া পাড়া এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। এ সময় ৫ হাজার মিটার ঘেরা জালও জব্দ করা হয়েছে।
জানা গেছে, ঘেরা জালে আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও ওজন ২০ কেজি।
বিষয়টি নিশ্চত করেছেন নৌ-পুলিশের ওসি মিজান।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম মৃত ডলফিনটি উদ্ধার করে চবি গবেষণাগারে পাঠান।
হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, হালদা নদীতে থেকে উদ্ধার করা ডলফিনটি চবি ক্যাম্পাসে পুঁতে ফেলা হয়।