জাতীয়

‘হত্যার বদলে হত্যা’ ঘোষণার পরের দিন শান্তির প্রস্তাব কাদের মির্জার

(Last Updated On: )

ফেসবুক লাইভে ‘হত্যার বদলে হত্যা’ হুমকি দেওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে শান্তির প্রস্তাব দিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি বসুরহাট পৌরসভার মেয়র। আজ বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে অনুসারী স্বপন মাহমুদের ফেসবুকে লাইভে এসে কাদের মির্জা এ প্রস্তাব দিয়েছেন। লাইভটি কাদের মির্জার ফেসবুকে ট্যাগ করা হয়েছে।

ফেসবুক লাইভে আবদুল কাদের মির্জা বলেন, ‘আমাদের প্রিয় কোম্পানীগঞ্জে যাতে আর রক্তপাত না হয়, সংঘাত না হয়, সংঘর্ষ না হয়, অস্ত্রমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলদারমুক্ত, দুর্নীতিবাজমুক্ত ও মুক্ত আকাশে মানুষ যাতে নিশ্বাস ফেলতে পারে, সে জন্য কিছু প্রস্তাব আমি উপস্থাপন করছি।’ তাঁর প্রস্তাবের মধ্যে আছে—প্রশাসনের নিরপেক্ষতা হারানো কর্মকর্তাদের সরাতে হবে, সাংবাদিক মুজাক্কির (বুরহান উদ্দিন) ও সিএনজিচালিত অটোরিকশার চালক আলাউদ্দিনের পরিবার যাতে ন্যায়বিচার পায়, ছেলেকে মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার, মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া ইত্যাদি।

লাইভে সহাবস্থানের প্রসঙ্গে কাদের মির্জা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি-জামায়াত এলাকাছাড়া, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ এলাকাছাড়া—এই রাজনৈতিক সংস্কৃতি আমরা কোম্পানীগঞ্জ থেকে চিরবিদায় দিতে চাই। আমি কোম্পানীগঞ্জে সহাবস্থানের রাজনীতি চালু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও  নিরপেক্ষ হয়, সব দল যাতে প্রার্থী দিতে পারে, আমি সেই আহ্বান জানাচ্ছি।’