জাতীয়

হঠাৎ হেফাজতে ইসলামের প্রেস ব্রিফিং বাতিল

(Last Updated On: )

প্রেস ব্রিফিং ডেকে হঠাৎ বাতিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সোমবার বেলা আড়াইটার দিকে দারুল উলুম মইনুলইসলাম হাটহাজারী মাদ্রাসায় এই প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল।

এর আগে আজ সকাল ১০টার দিকে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সভা শুরু হয়। সভায় হেফাজতের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সভায় সভাপতিত্ব করেন। সভায় হেফাজতের উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে বেলা আড়াইটার দিকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের প্রেস ব্রিফিং করার কথা ছিল। কিন্তু বেলা ১১টার দিকে জানানো হয়, ব্রিফিং বাতিল করা হয়েছে।

হেফাজতে ইসলামের একটি সূত্র জানায়, সংগঠনের মহাসচিবের প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত ছিল। কিন্তু এই সিদ্ধান্ত হঠাৎ বদলানো হয়।