জাতীয়

হজ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

(Last Updated On: )

রাজধানীর আশকোনা হজক্যাম্পে ‘পবিত্র হজ কার্যক্রম-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এ অনুষ্ঠানে চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান প্রমুখ উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালন করবেন।