প্রধান পাতা

স্মার্ট বাংলাদেশের সাথে বোয়ালখালী বেমানান- ব্যারিস্টার মনোয়ার

(Last Updated On: )

আজকে বাংলাদেশ স্মার্ট যুগে প্রবেশ করতে চলেছে। কিন্তু সেই বাংলাদেশের সাথে চট্টগ্রামের বোয়ালখালী বেমানান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে বোয়ালখালী উপজেলা বিআরডিবি হল রুমে নাগরিক ফোরামের সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার খাতিরে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আকতার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল ফজল বাবুল, মো.সিরাজুল ইসলাম, রাজু দে ও মহিবুল্লাহ খান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পূজন সেন, হোসাইন মাহমুদ, আবু নাঈম ও শাহাদাত হোসেন জুনায়েদী। এসময় আয়োজিত ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন এমএস এমরান কাদেরী।