জাতীয়

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

(Last Updated On: )

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরান হোসেনকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার বেলা ১১টার দিকে দু’জন রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। ইমরান পৌরসভার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছোট ছেলে।

নিহত ইমরানের বাবা আব্দুল জলিল জানান, চার মাস আগে পৌর এলাকার নওদাবন্ড‌বিল গ্রা‌মের সা‌কিব ও দুর্লবপুর গ্রা‌মের মাসুদসহ ক‌য়েকজ‌নের সঙ্গে ইমরানের দ্বন্দ্ব দেখা দেয়। বিষয়টি থানায় বসে সমঝোতা হয়। এরপর শুক্রবার একা পেয়ে তারা কুপিয়ে ইমরানকে হত্যা করে।

প্রত্যক্ষদর্শী আহাদ আলী জানান, তিনি ও ইমরান বেলা ১১টার দিকে গোবিন্দপুরের মাঠপাড়ায় পুকু‌রে মাছ ধরার জন্য ব‌সেছিলেন। পূর্ব শত্রুতার জেরে মাসুদ ও সাকিব নামের দু’জন রামদা দিয়ে ইমরানের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি দৌড়ে পালিয়ে যান। হামলাকা‌রী দু’জন উপ‌জেলার কুমা‌রি ইউ‌নিয়‌নের দুর্লভপুর গ্রা‌মের বিল্লাল হো‌সে‌নের ছে‌লে মাসুদ ও পৌর এলাকার নওদাবন্ড‌বিল গ্রা‌মের ম‌জিবার রহমা‌নের ছে‌লে সা‌কিব।

স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় ইমরান দৌ‌ড়ে পুকু‌রের ম‌ধ্যে প‌ড়ে যায়। সেখানে থেকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার পু‌লিশ প‌রিদর্শক সাইফুল ইসলাম হত্যার ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, দুর্বৃত্তদের ধরতে ইতোমধ্যেই পুলিশের কয়েকটি টিম কাজ করছে। অল্প সময়েই তাদের আইনের আওতায় আনা হবে।