প্রধান পাতা

স্বামী-সন্তান ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশনে গৃহবধূ

(Last Updated On: )

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকায় বিয়ের দাবিতে অনশন করছেন এক গৃহবধূ। আজ সোমবার সকাল থেকে তিনি এ অনশন শুরু করেন।

ওই গৃহবধূর স্বামী ও এক ছেলে রয়েছে। ছেলের বয়স ১১ বছর। তাদের ফেলে একই এলাকার বীরন কর্মকারের ছেলে বাপ্পা কর্মকারের সঙ্গে প্রায় ১ বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এখন বিয়ের দাবিতে করছেন অনশন।  

গত ১ এপ্রিল দুজনে অজানার উদ্দেশে পাড়ি জমান। এলাকার উঠতি বয়সের মাতব্বররা মীমাংসার কথা বলে তাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাপ্পার সঙ্গে ওই গৃহবধূর বিয়ে না হওয়ায় আজ সোমবার সকাল ১০টায় বাপ্পার বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেন। বিয়ে না করলে তিনি বিষপান করে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’